বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

আবু সাঈদের তদন্ত প্রতিবেদন পাওয়ার জন্য আমাকে ফোন করেন সালমান এফ রহমান: সাবেক আইজিপি

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে সাবেক স্বৈরশাসকের উপদেষ্টা সালমান এফ রহমানের ফোন করার কথা সামনে এনেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার জন্য আমাকে ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি প্রতিবেদন পেতে বিলম্বের কারণ জানতে চান। তার কথোপকথনের পরিপ্রেক্ষিতে আমি তৎকালীন রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান, আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি করছেন যথাযথ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পুনঃজবানবন্দিতে সেদিনের কথা তুলে ধরেন তিনি।

এদিন রাজসাক্ষী হিসেবে মামুন আরও কিছু কথা বলতে চান বলে প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালকে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তবে জেরা শেষে তা শোনা হবে বলে জানান ট্রাইব্যুনাল। এরপর সাবেক স্বৈরশাসক হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের জেরা শেষে পুনঃজবানবন্দি দেন চৌধুরী মামুন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img