ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) ইসরাইলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে দুই পক্ষকে ‘যমজ ভাই’ বলে উল্লেখ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা উন্মোচনের পরদিনই এ মন্তব্য করেন পিনারাই বিজয়ন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কেরালার উপকূলীয় শহর কান্নুরে এক জনসভায় তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমের তথ্য মতে, এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেন বিজয়ন।
তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন অনুগত চাকর। ট্রাম্প প্রশাসন যখন ভারতীয় নাগরিকদের হাতকড়া পরিয়েছে বা ভিসা ফি বাড়িয়েছে তখন মোদি টুঁ শব্দটিও করেননি। যদি এটা একটা আত্মমর্যাদাশীল জাতি হত, তাহলে রক্ত বয়ে যেত। কিন্তু আমরা এমন শাসকদের দেখেছি যারা অনুগত চাকর হয়ে গেছে।’
ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করলেও প্রধানমন্ত্রী মোদি কোনো জবাব দেননি বলেও অভিযোগ করেন কেরালার মুখ্যমন্ত্রী। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আরএসএসের শতবর্ষ উদযাপন আমাদের সংবিধানের প্রতি গুরুতর অপমান।’
গত বুধবার (১ অক্টোবর) নরেন্দ্র মোদি আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা উন্মোচন করেন।