মঙ্গলবার | ৪ নভেম্বর | ২০২৫

সীমান্ত সং/ঘর্ষের পর প্রথমবারের মতো ভারত থেকে পাকিস্তানে গেলেন শিখ তীর্থযাত্রীরা

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর প্রথমবারের মতো আজ ভারত থেকে শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানে প্রবেশ করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ভারতের ওয়াঘা-আটারি সীমান্তে তীর্থযাত্রীরা মাথায় মালপত্র নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান।

তীর্থযাত্রীরা বুধবার (৫ নভেম্বর) লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গুরু নানকের জন্মস্থানে জমায়েত হবেন। এরপর তারা কারতারপুরসহ পাকিস্তানের অন্যান্য ধর্মীয় স্থানে যাবেন, যেখানে গুরু নানক সমাধিস্থ আছেন।

গত মে মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের স্থলসীমান্ত বন্ধ হয়ে যায়।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, এই উদ্যোগটি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদার করার প্রচেষ্টার অংশ।

সূত্র: দ্য হিন্দু

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img