তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে ফোনালাপে বলেছেন, সকল দেশের স্বার্থে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রেক্ষাপট দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করা উচিত।
গত শুক্রবার (২ ডিসেম্বর) তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়, এরদোগান ও সুনাক তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।
এরদোগান ও সুনাক আঞ্চলিক বিষয়ে ও মতবিনিময় করেন। সাইপ্রাস সমস্যা সমাধানে নতুন ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত করেছেন এরদোগান।
খেলাফতে উসমানীর পতনের পর সাইপ্রাস দ্বীপ দখলে নেয় ব্রিটেন। ১৯৭৫ সালে অভিযান চালিয়ে সাইপ্রাসের অর্ধেকের নিয়ন্ত্রণ নেয় তুরস্ক। এটি এখন তুর্কি সাইপ্রাস নামে পরিচিত। অন্য একটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রীস। এছাড়াও গ্রীসের নিয়ন্ত্রণাধীন অংশে ব্রিটেনের সামরিক ঘাঁটি রয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ