শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

তারেক রহমানের নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি : নিপুণ রায়

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেছেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারেনি সরকার।

সোমবার (৪ ডিসেম্বর) আগাম জামিন পাওয়ার সুপ্রিম কোর্ট অঙ্গনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশের জনগণের। বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করেছে সরকার। কিন্তু এই অবৈধ সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারেনি সরকার।

এর আগে নাশকতার আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাজধানীর রমনা ও পল্টনের সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এক মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।

নিপুণ রায় চৌধুরীর বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img