বৃহস্পতিবার | ১৩ নভেম্বর | ২০২৫

যমুনায় দুই ট্রলার মুখোমুখি সংঘর্ষ, নিখোঁজ ১

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে কসের আলী সরকার (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকালে দৌলতপুর ও শিবালয় উপজেলার মধ্যবর্তী রাহাতপুরের কাছে যমুনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কসের উপজেলার বাচামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের মৃত নশের আলীর ছেলে। ট্রলারটি আটক করা হলেও মাঝি দুজন পলাতক।

নিহতের ছেলে আরফান আলী জানান, আজ সকালে বাবা বাড়ি থেকে আরিচা ট্রলারযোগে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর নৌকার মাথায় লেগে গেঁথে থাকে। কিছুক্ষণ পর নদীর পানিতে পড়ে নিখোঁজ হন। বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে তারা শিবালয়ে থানায় যোগাযোগ করতে বলে।

শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরিসহ একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা বলেছে ওই স্থান শিবালয়ে।

শিবালয় থানার ওসি মুহাম্মাদ ফিরোজ কবির বলেন, সংবাদ শুনে দুর্ঘটনাস্থলে আমি ও শিবালয় ইউএনও ও ফায়ার সার্ভিসের একটি দল পরিদর্শন করেছি। আর ওই ট্রলারটি বাচামার এলাকায় স্থানীয়রা আটক করলেও মাঝি দুজন পালিয়ে গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img