ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে শীতকালীন ছুটিতে বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীদের জন্য সুযোগ দিয়েছে দেশটির তালেবান সরকার। এসব কোর্সের মধ্যে রয়েছে ইংরেজি ভাষা, কম্পিউটার দক্ষতা, প্রশাসন ও ব্যবস্থাপনা, জনসমক্ষে বক্তব্য প্রদান (পাবলিক স্পিকিং), কোরআন শিক্ষা ও তাজবিদ।
এই বিনামূল্যের শিক্ষাসুযোগ পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন, শীতকালীন ছুটি ফলপ্রসূভাবে কাজে লাগানোর পাশাপাশি এসব কোর্স তাদের প্রয়োজনীয় ও কার্যকর দক্ষতা অর্জনে সহায়তা করবে।
খোস্তের শিক্ষার্থী আজিজুল্লাহ এলহাম বলেন, “এই বিনামূল্যের শীতকালীন কোর্সগুলো খুবই উপকারী। আমি নিশ্চিত, এর মাধ্যমে আমাদের তরুণরা শিক্ষা থেকে বঞ্চিত হবে না।”
আরেক শিক্ষার্থী তাহির গুল মাসুম বলেন, “এটি একটি দারুণ সুযোগ, বিশেষ করে তাদের জন্য যারা অর্থনৈতিক সংকটে রয়েছে। তারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিতে পারছে।”
এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন, বর্তমান আর্থিক সংকটের প্রেক্ষাপটে যখন বহু পরিবার কঠিন পরিস্থিতির মুখোমুখি, বিনামূল্যের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি।
শিক্ষার্থী ফজল হামিদ আসর বলেন, “আগে আমার কখনো মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে কথা বলার সাহস ছিল না। এখন আমি আত্মবিশ্বাসী বোধ করি। অনেক মানুষের সামনে কথা বলতে পারি, এমনকি শেখাতেও পারি।”
আরেক শিক্ষার্থী আশিকুল্লাহ বলেন, “এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের আরও বিনামূল্যের কোর্স চালু হবে, যাতে আমাদের সমাজ আরও শিক্ষিত হয়ে উঠতে পারে।”
খোস্তের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের যুববিষয়ক বিভাগ এই বিনামূল্যের শিক্ষা কার্যক্রমটি আয়োজন করেছে। বিভাগটি জানিয়েছে, ভবিষ্যতে এই উদ্যোগ সম্প্রসারণ করে সর্বোচ্চ পাঁচ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
খোস্তে যুববিষয়ক বিভাগের প্রধান ইসহাক ওমারি বলেন, “বর্তমানে আমরা ৪৮০ জন শিক্ষার্থীকে কম্পিউটার দক্ষতা, ইংরেজি ভাষা, পাবলিক স্পিকিং, প্রশাসন ও ব্যবস্থাপনা এবং তাজবিদ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। তাদের অধিকাংশই সুবিধাবঞ্চিত পরিবার থেকে এসেছে। শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে।”
এদিকে, খোস্তের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে শীতকালীন ছুটির সময় যেন তারা দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের কোর্স চালু করে, যাতে শিক্ষার্থীরা তাদের অবসর সময় সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে।
সূত্র: তোলো নিউজ











