শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

ভারতে পাচারের সময় ৩৬টি বিদেশি হাঁস উদ্ধার

যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩৬টি হাঁস উদ্ধার করেছে পুলিশ। এগুলো গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড জাতের। এসময় পাচারের সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর এলাকায় অভিযান চালান এসআই জুম্মান খান ও তার ফোর্স। পুলিশ সেখানে একটি পিকআপ তল্লাশি করে তার মধ্যে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস পায়। একই সময় আটক করা হয় মাগুরা সদরের বগিয়া এলাকার শেখ রাসেল (২২), বালিয়াডাঙ্গা এলাকার রাজ্জাক হাসান (২৬) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা এলাকার রুবেল হোসেনকে (৩০)।

এই পিকআপে করে লুকিয়ে হাঁসগুলো পাচার করা হচ্ছিল

পুলিশ জানায়, আটককৃতরা অবৈধপথে ঢাকা থেকে হাঁসগুলো সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img