শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক তৈরী করা সম্ভব নয় : সৌদি আরব

ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটাই জানা গেছে।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্পষ্টভাবে রাজ্যের অবস্থান (স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার) নিশ্চিত করেছেন, যা কোনো পরিস্থিতিতেই অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয় না।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা সৌদি আরব প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের অবস্থান আপোসহীন।

এর আগে, মঙ্গলবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং এর অর্থনৈতিক উন্নয়ন করবে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানান, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং সফল হবে।

সূত্র : রয়টার্স

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img