বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু, আহত ৪০

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।

আজ রোববার (৫ মার্চ) সকালে এ বিস্ফোরণ ঘটে।

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচআর ও অ্যাডমিন বিভাগের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম জানান, বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছে। তারা ৩ জনই পুরুষ। আর আহত প্রায় ৪০ থেকে ৪৫ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় আহত অন্তত ১৩ জন ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে।

তিনি বলেন, কেউ বলছেন এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কী ঘটেছে, তা জানতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img