মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

আমেরিকায় ট্রান্সজেন্ডারের কোন ঠাঁই হবে না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করে বলেছেন, আমেরিকায় ট্রান্সজেন্ডারের কোন ঠাঁই হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে কেবলমাত্র দুই লিঙ্গের মানুষের ঠাঁই হবে, নারী এবং পুরুষ।

মার্কিন কংগ্রেসের প্রথম যৌথ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে ট্রাম্প বলেন, ‘আমি ইতোমধ্যেই একটি সরকারি নীতি তৈরি করেছি। আমাদের দেশে কেবলমাত্র দু’ধরনের লিঙ্গের মানুষ থাকবেন। নারী এবং পুরুষ। স্কুলগুলো থেকে জাতিতত্ত্বের বিষ মুছে ফেলা হয়েছে।

তার শাসনকালে আমেরিকায় জাগরণবাদ (Wokeism) ঘটবে না উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনি ডাক্তারই হন, অ্যাকাউন্ট্যান্টই হন অথবা আইনজীবী বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হন, আপনার নিয়োগ এবং পদোন্নতি হবে মেধার ভিত্তিতে। প্রতিযোগিতার মাধ্যমে স্থান দখল করতে হবে আপনাকে। কোনোভাবেই লিঙ্গ পরিচয় এবং জাতি পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।

ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ক্ষমতায় এলে LGBTQ+-এর পাগলামো বন্ধ করবেন। বাস্তবে ঘটছেও তেমনটাই। তিনি স্পষ্ট জানিয়েছেন, নারী ও পুরুষ ছাড়া আর কোনো সর্বনাম ব্যবহার করা যাবে না আমেরিকায়। মার্কিন সামরিক বাহিনীতে আর কোনো ট্রান্সজেন্ডার নিয়োগ করা হবে না, এমনটাও ঘোষণা করা হয়েছে। এখানেই শেষ নয়, আমেরিকায় সেনায় কর্মরতদের লিঙ্গ পরিবর্তন ও সেই সংক্রান্ত কোনো সুযোগ সুবিধাও আর দেওয়া হবে না।

আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো থেকে জেন্ডার স্টাডিজ তুলে দেওয়ার পক্ষে জোরাল বক্তব্য রাখলেন ট্রাম্প।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img