বুধবার, মার্চ ১২, ২০২৫

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এর সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তার সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শ’রা আল জুলানী। বৈঠকে সিরিয়া পুনর্গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেছে ইউরোপীয় কমিশন। এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি।

মঙ্গলবার (০৪ মার্চ) মিশরের রাজধানী কায়রোতে আরব সামিটের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

বৈঠকের পর আন্তোনিও এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেছেন, সিরিয়াতে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণ চায় ইউরোপীয় কমিশন।

তিনি আরো জানান, চলতি মাসের ১৭ তারিখ ব্রাসেলসে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবে সিরিয়ার নতুন সরকার।

এক্স বার্তায়, সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার উপরেও জোর দিয়েছেন আন্তেনিও।

প্রসঙ্গত, গাজ্জার ফিলিস্তিনিদের বিষয়ে জরুরি আরব সম্মেলনের ডাক দিয়েছে মিশর। এই সম্মেলনে অংশ নিতে এই মুহূর্তে কায়রোতে অবস্থান করছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শ’রা আল জুলানী।

উল্লেখ্য, ইউরোপীয়ান কাউন্সিল থেকে অর্থনৈতিক ও মানবিক সহায়তা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উত্তোলন, নিরাপত্তা বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন উপায়ে লাভবান হওয়ার সুযোগ রয়েছে সিরিয়ার।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img