মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

হামাসের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে আমেরিকা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি দূত অ্যাডাম বোহেলার। কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন আমেরিকার এই দূত।

বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাসের সঙ্গে আমেরিকার এ আলোচনা অভূতপূর্ব ঘটনা। কারণ আমেরিকা এর আগে কখনো এ সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি।

এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দি থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। এছাড়া দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। যেটির লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা এবং গাজ্জা যুদ্ধ বন্ধ করা। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সিউসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও আমেরিকার মধ্যে কোনো ধরনের চুক্তি হয়নি এখনো।

প্রতিবেদনে এক্সিওস বলেছে, কয়েকদিন আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন হামাসের জন্য ‘নরকের দরজা খুলে’ দেবেন এবং গাজ্জা দখল করবেন। কিন্তু এখন তার প্রশাসন আড়ালে আলোচনা চালাচ্ছে।

প্রসঙ্গত, হামাসের কাছে এখনো ৫৯ জিম্মি রয়েছে। যার মধ্যে ৩৫ জনই মারা গেছে বলে ধারণা ইসরাইলের। এই ৫৯ জিম্মির মধ্যে একমাত্র মার্কিন জীবিত জিম্মি হলেন ২১ বছর বয়সী ইডান-আলেক্সান্ডার। তাকে মুক্ত করতেই মূলত আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। সঙ্গে যুদ্ধ বন্ধ করারও চেষ্টা চলছে।

সূত্র: এক্সিওস

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img