সংস্কারের আগে নির্বাচন দিলে মানুষের আকাঙ্খা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন দিতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্খা পূরণ হবে না। তাই রাষ্ট্র সংস্কার জরুরী। বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা ভোটের অধিকার, মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা কাইয়ূম বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ যে জায়গা গুলোতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতো, এখন আরেক দল সে জায়গা গুলোকে দখলে নিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি এমএম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ হোসেন মোল্লার উপস্থাপনায় এতে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মুফতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি রাকিবুল হাসান, কুমিল্লা জেলা উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইকবাল হোসেন আজাদ, উপজেলা সহ-সভাপতি হাজী আবদুল করিম ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ প্রমুখ।