সোমবার, মে ১৯, ২০২৫

দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া

spot_imgspot_img

চিকিৎসা শেষে দেশে ফেরার পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার (লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে) তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখান থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হবে।

সোমবার (৫ মে), বিকেল লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছানোর পর তাকে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে নেওয়া হবে। ইতোমধ্যে বাসাটি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি কক্ষ পরিষ্কার করা হয়েছে, আঙিনা সাজানো হয়েছে ফুলগাছ দিয়ে।
নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন পুলিশের সদস্যরা ও চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img