শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

মাংস বিক্রেতাদের সরাসরি গুলি করার হুমকি দিয়েছেন ভারতের গাজিয়াবাদ বিধায়ক গুর্জ

মাংস বিক্রেতাদের সরাসরি গুলি করার হুমকি দিয়েছেন ভারতের গাজিয়াবাদের বিধায়ক নন্দ কিশোর গুর্জ।

মঙ্গলবার (৩ জুন) অনলাইনে তার গুলির নির্দেশনা ও হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মাংস বিক্রি হচ্ছে কি না দোকানে দোকানে তা তল্লাশীর সময় একজনকে নির্দেশনা দিচ্ছেন যে, “যদি কেউ পালাতে চায় সরাসরি গুলি করে দিবে।”

তল্লাশীর সময় এক দোকানে মুরগীর খাঁচা দেখতে পেয়ে তিনি ও তার সাথে থাকা উগ্রবাদী চ্যালাচামুণ্ডারা দোকানদারকে জোরজবরদস্তি ও মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

এছাড়া তিনি জেলা প্রশাসকের কাছে একটি চিঠি লিখেন। যেখানে তিনি ‘লোনিতে’ মাংস বিক্রি বৃদ্ধি পেয়েছে বলে দাবী করেন। এটি তৎসংলগ্ন হিন্ডন বিমানবন্দরে আরো পাখির উপস্থিতির কারণ হয়ে দাঁড়াবে উল্লেখ করে বলেন, এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য হুমকি এবং বিমান দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

পবিত্র ঈদুল আযহায় কুরবানীতে মুসলিমরা যেনো গরু-ছাগলের পরিবর্তে ছাগল আকৃতির কিংবা ছাগলের ছবি সম্বলিত কেক জবাই করে পরিবেশ রক্ষা করে, এমন হঠকারিতামূলক পরামর্শও দেন।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ