বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

মালিকপক্ষ না থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে উল্লেখ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন বলেছেন, অগ্নিকাণ্ডের পর থেকে মালিকপক্ষের কাউকে পাচ্ছি না। মালিকপক্ষের কাউকে পেলে আমরা জানতে পারতাম, কোন কনটেইনারে কী আছে। এটা আমাদের জানা নেই। এজন্য উদ্ধার কাজে আমাদের বেগ পেতে হচ্ছে।

আজ রোববার (৫ জুন) সকালে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বিএম কনটেইনার ডিপো পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন আরও বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর রাত থেকে আমরা এখানে কাজ করছি। লাশের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আমরা এখনও ভেতরে পুরোপুরি যেতে পারছি না। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার সেকশনের বিশেষ টিম কাজ করছে। কনটেইনারগুলোতে যেহেতু কেমিক্যাল রয়েছে, সেজন্য ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২০ সদস্যের হ্যাজম্যাট টিম আনা হচ্ছে। তারা বিদেশ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

ফায়ার সার্ভিসের মধ্যে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে মহাপরিচালক বলেন, আমি মাত্র ১০ দিন আগে এখানে দায়িত্ব নিয়েছি। এ রকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য নিহত হয়েছেন জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আমার পাঁচ সহকর্মী নিহত হয়েছেন। আরও ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন সিএমএইচ-এ ভর্তি। বাকি ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ