ভারতীয় মুসলিমদের উপর চলমান নির্যাতনের বিষয়টি বিশ্বের কাছে তুলে ধরার উদ্দেশ্যে কাউন্সিল অফ ইন্ডিয়ান মুসলিমস (আইসিআইএম) ও ইউনিভার্সাল হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএইচআরসি) সদস্যরা একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৪ জুলাই) জাতিসংঘ দফতরের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে মূলত ভারতীয় মুসলিমদের উপর নির্যাতনের কথা বিভিন্ন ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও এ বিষয়ে সর্বস্তরের জনগণকে একত্রিত অবস্থানেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
আইসিআইএম এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীকে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হচ্ছে তার বিষয়ে দৃষ্টি দেওয়ার আহবান জানাই।”
সংগঠনটির সভাপতি রশিদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, “এখানে উপস্থিত প্রতিবাদী ব্যানারে অঙ্কিত চিত্রগুলি লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকেরই প্রতিচ্ছবি। তাই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে ভারতের পরিস্থিতি মনোযোগ সহকারে দেখার আহ্বান জানাই।”
উল্লেখ্য, কাউন্সিল অফ ইন্ডিয়ান মুসলিমস (আইসিআইএম) মূলত ভারতীয় শিক্ষক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। যা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সংহতি প্রচারে কাজ করে থাকে।
সূত্র: মুসলিম মিরর











