বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় থেমে নেই ইসরাইলি গণহত্যা; এক দিনে নিহত আরও ১৩৮

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলছেই। সর্বশেষ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন অন্তত ১৩৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৬২৫ জন।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু করা ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, “আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ