সম্প্রতি রাশিয়া তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রুশ প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তালেনের অন্যতম শীর্ষ নেতা আনাস হক্কানী বলেছেন, ইমারাতের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ এবং স্বীকৃতি হলো এমন এক বাস্তবতাকে মেনে নেওয়া, যা আর অস্বীকার করার সুযোগ নেই। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত চাপের নীতি বাদ দিয়ে সংলাপ ও সহযোগিতার পথে অগ্রসর হওয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় আনাস হক্কানী বলেন, “ইমারাতে ইসলামিয়া এমন এক আন্দোলন, যা মু’মিন আফগান জাতির অন্তর থেকে উদ্ভূত হয়েছে।”
তিনি বলেন, “ইমারাতের প্রথম শাসনামলে এটি আফগান জনগণকে যুদ্ধবাজদের অরাজকতা থেকে মুক্তি দিয়েছিল। আর দ্বিতীয় শাসনামলে এটি আফগানিস্তানের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছে। একটি রাষ্ট্রের রূপে এর আত্মপ্রকাশ আফগান জনগণের আশা ছিল। এ অভিজ্ঞতা অনেক অন্যান্য জাতির ইতিহাসের সঙ্গেও মিলে।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও একঘরে করার নীতি নিয়ে তিনি বলেন, “চাপ ও দূরত্বের রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। কেবল সংলাপ ও যোগাযোগই হলো সেই পথ, যা সমাধান আনতে পারে এবং দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি করতে পারে।”
উল্লেখ্য, আনাস হক্কানী তরুণ শীর্ষ নেতাদের একজন। তিনি হক্কানী নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মাওলানা জালালউদ্দীন হক্কানীর সন্তান। এছাড়াও বর্তমান আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী আনাস হক্কানীর বড় ভাই।
সূত্র : আরিয়ানা নিউজ