বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস

spot_imgspot_img

গাজ্জায় আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের সামরিক শাখার কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ বলেছেন, হয় হামাস ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি সম্মানজনক চুক্তি করবে অন্যথায় যুদ্ধটি মুক্তির যুদ্ধ অথবা শহীদের যুদ্ধে পরিণত হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে ইয়র্ক টাইমস।

আঞ্চলিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজ্জা উপত্যকার হামাসের সামরিক শাখার কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় আরও শক্ত অবস্থান নেবেন।

সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, হামাস অবশিষ্ট সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার আগে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির দাবিতে তার অবস্থানে অটল থাকবে। আর ইসরাইল হামাসের সামরিক সম্ভাবনাকে ধ্বংস করতে এবং গাজ্জায় তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়।

উল্লেখ্য, আমেরিকা সমর্থিত নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে- ৬০ দিনের যুদ্ধবিরতি, এসময় দশ জন জিম্মিকে মুক্তি এবং গাজ্জা উপত্যকায় নিহত ১৮ জন জিম্মির মৃতদেহ হস্তান্তর করবে হামাস। পাশাপাশি দক্ষিণ গাজ্জা উপত্যকাজুড়ে পূর্ব থেকে পশ্চিমে খান ইউনিস এবং রাফা শহরের মধ্যে অবস্থিত একটি স্থান থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হবে।

এছাড়া ইসরাইলি কারাগার থেকে কমপক্ষে ১,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির কথাও বলা হয়েছে, যার মধ্যে ১০০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি রয়েছে। পাশাপাশি হাজার হাজার ট্রাক ত্রাণ সহায়তা পাঠানোর কথাও বলা হয়েছে।

হামাস এখনো এই চুক্তিটি নিয়ে ভাবনাচিন্তা করছে, কিন্তু ইসরাইল এই চুক্তিটি মেনে নিয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img