রবিবার | ৬ জুলাই | ২০২৫

হত্যার তিন মাস পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল ভারতীয় পুলিশ

spot_imgspot_img

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামকে হত্যার প্রায় ৩ মাস পর তার লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পলিয়ানপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহেশপুর থানা পুলিশ ওয়াসিম আকরামের মরদেহ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার বাবা ও আপন বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম মৃধা থেকে জানা যায়, গত ১১ এপ্রিল রাতে পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে যায় ওয়াসিমসহ বেশ কয়েকজন। পরে বিএসএফ তাকে ধরে ফেলে। পরের দিন সকালে ভারতের অভ্যন্তরে ইসামতি নদীতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওয়াসিমের মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘ প্রায় তিন মাস অনেক চেষ্টার পর তার মরদেহ ফেরত আনা সম্ভব হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত (১১ এপ্রিল) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর ভারতীয় ইসামতি নদীতে ওয়াসিমের মরদেহ পাওয়া যায়। পরে তার মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালি শেষে ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img