এক যুগেরও বেশি সময় পর অবশেষে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করছে ব্রিটেন। এই উপলক্ষে দামেস্ক সফর করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এতে সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি সিরিয়াকে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে ব্রিটেন।
শনিবার (৫ জুলাই) ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়ার রাজধানী দামেস্ক সফরের পর এই ঘোষণা দেন।
এক বিবৃতিতে ল্যামি বলেছেন, সিরীয় জনগণের জন্য নতুন আশা জেগে উঠেছে। স্থিতিশীল, অধিক নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সিরিয়ার নতুন সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করা আমাদের স্বার্থের অন্তর্ভুক্ত।
শনিবার ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজটি সিরিয়ায় জরুরি মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশটির দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারে সহায়তা করবে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।
সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি। তিনি বলেন, স্থিতিশীল সিরিয়া ‘অনিয়মিত অভিবাসনের’ ঝুঁকি হ্রাস, রাসায়নিক অস্ত্রের ধ্বংস নিশ্চিত ও সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করবে।
বৈঠকে সিরিয়ায় একটি ‘অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল রাজনৈতিক রূপান্তরের’ গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন ল্যামি। একই সঙ্গে দেশটিতে ব্রিটেনের সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রস্তাব দিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স।