কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালের পাশে গ্যারেজ পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট।কীভাবে আগুন লেগেছে, সেটি এখনও জানা যায়নি।
বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মধ্যরাতে কাকরাইলের গ্যারেজ গলির একটি গ্যারেজে আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।