শনিবার | ১২ জুলাই | ২০২৫

বাংলাদেশসহ বিশ্বের ৫৯টি দেশকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন

spot_imgspot_img

বিট্রেন এবার করোনার বিস্তার রোধে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করলো বাংলাদেশসহ বিশ্বের ৫৯টি দেশ। গতকাল বুধবার দেশটির সরকারি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

বলা হয়েছে, লাল তালিকায় থাকা দেশগুলোতে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। গত ১০ দিনের মধ্যে এই তালিকাভুক্ত দেশগুলোতে যারা থাকবেন তারা কোনোভাবেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। তবে ব্রিটিশ ও আইরিশ এবং যুক্তরাজ্যে যাদের বসবাসের অনুমতি আছে তারা লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেন ভ্রমণ করতে পারবেন।

এদিকে, লাল থেকে বাদামি তালিকায় ঠাঁই পেয়েছে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এর ফলে এই দেশের নাগরিকরা যুক্তরাজ্য সফর করতে পারবেন। তবে তাদেরকে যুক্তরাজ্যে যাওয়ার তিন দিন আগে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে এবং দেশটিতে পৌঁছার পর ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সূত্র: খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img