বুধবার | ১৬ জুলাই | ২০২৫

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এখন সঠিক পথে: স্বরাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৪ সেপ্টেম্বর) বার্লিনে জার্মান আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল।

শনিবার (৪ আগস্ট) জার্মানিতে আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশ নেন বার্লিন সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সংবর্ধনা দেন প্রবাসী আওয়ামী লীগের নেতারা।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রবাসীদের বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই দেশের সুনাম বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি দেশে নানা খাতে বিনিয়োগের আহবান জানান তিনি।

আসাদাজ্জুমান খান কামাল বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু কন্যা বেচে গিয়েছিলেন। তাই আজ তিনি ঘুরে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img