রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার পর্যটন নগরী সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, আন্তর্জাতিক শস্য চুক্তি ও শস্য সরবরাহ করিডরের বিষয়ে আলাপ করেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দুই প্রেসিডেন্ট।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আন্তর্জাতিক শস্য চুক্তি সংক্রান্ত জটিলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক এবারের রাশিয়া সফরকে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছিলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশাও ছিলো তুঙ্গে।
সুন্দর আলোচনার আলোকে আমি বলতে পারি বিশ্ববাসী যেনো সামনে এগিয়ে যাওয়ার ইতিবাচক বার্তা গ্রহণ করে, বিশেষত অনুন্নত আফ্রিকান দেশগুলোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যারা চিন্তিত।
অপরদিকে আন্তর্জাতিক শস্য চুক্তি পুনরুদ্ধারে রাশিয়া আলোচনায় বসতে রাজি আছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে পুতিন এরদোগানকে বলেন, আমি জানতাম, আপনি এই বৈঠকে শস্য চুক্তি নিয়ে আলাপ তুলবেন। প্রশ্নবাণে জর্জরিত করবেন। আমরা আপনাকে আশ্বস্ত করে বলতে চাই যে, এবিষয়ে বিশ্বের জন্য আমাদের আলোচনার দুয়ার উন্মুক্ত রয়েছে।
এছাড়াও বৈঠকে প্রাকৃতিক শক্তি সহযোগিতা ও বাণিজ্য নিয়েও আলোচনা হয়। প্রাকৃতিক শক্তি সহযোগিতার বিষয়ে এরদোগান বলেন, এই অঞ্চলের শক্তি খাতকে আরো ভারসাম্যপূর্ণ করে তুলতে তুরস্কে গ্যাস সরবরাহের উন্নয়নে আরো জোর দিচ্ছি। প্রতিশ্রুত প্রবৃদ্ধির মাত্রা পূরণে রাশিয়ায় তুরস্কের পণ্য সরবরাহের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











