রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

আমরা সিরিয়ার ইতিহাসের নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে : প্রেসিডেন্ট জুলানী

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ শারা আল-জুলানী বলেছেন, আজ আমরা সিরিয়া পুনর্গঠনের একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের শ্রম ও অর্থ দিয়ে সিরিয়ার নতুন ইতিহাস লিখছি।

তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা‘আলা তাঁর রাস্তায় মানুষের জীবন উৎসর্গের মর্যাদার পরেই সম্পদ ব্যয়ের মর্যাদা দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানী দামেস্কে সিরিয়া উন্নয়ন তহবিল (এসওয়াইডিএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট জুলানী বলেন, ক্ষমতাচ্যুত সরকার জনগণের বাড়ি-ঘর ধ্বংস করে তাদেরকে শরনার্থী শিবিরগুলোতে আশ্রয় নিতে বাধ্য করেছে। দেশের অর্থ লুট করে আমাদের অর্থনীতি ধ্বংস করেছে। আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি জনগণের সহায়তায় প্রিয় সিরিয়াকে পুনর্গঠন করতে এবং বাস্তুচ্যুত ও শরণার্থীদের নিজেদের ভূমিতে ফেরানোর লক্ষ্যে।

প্রেসিডেন্ট জুলানী আরও বলেন, ক্ষমতাচ্যুত সরকার দেশব্যাপী ধ্বংসলীলা চালিয়েছে এবং দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে ফেলেছে। তাই দেশকে পুনর্গঠন করতে এবং একটি সবুজ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে উন্নয়ন তহবিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে শরীক হোন। এই তহবিল হবে অত্যন্ত স্বচ্ছ এবং কৌশলগত প্রকল্পে ব্যয়কৃত সব অর্থের তথ্য প্রকাশ করা হবে।

তিনি বলেন, আজ আমাদের সামনে সিরিয়া পুনর্গঠনের বিশাল সুযোগ। মনে রাখতে হবে- অসংখ্য ত্যাগ-তিতিক্ষা এবং শহীদ, নিখোঁজ ও বাস্তুচ্যুতদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকের এই স্থানে পৌঁছেছি। মাতৃভূমি পুনর্গঠন করা শহীদদের পক্ষ থেকে আমাদের ওপর আমানত। তাই সকলে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন।

সূত্র: সানা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img