নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধৌবোজি একথা জানান।
তিনি বলেন, হিমালয় জাতির পূর্ব ও মধ্য অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী ইলাম জেলায় পৃথক ভূমিধসে এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শুক্রবার থেকে দেখা দেওয়া আকস্মিক বন্যায় ভেসে গিয়ে ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিভাগের মুখপাত্র শান্তি মাহাত বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
নেপালের সংবাদমাধ্যমের তথ্যমতে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুর্যোগে নেপালের পরিবহন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিধসের কারণে কাঠমান্ডুর সাথে যোগাযোগের প্রধান রুটগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়া আবহাওয়া কর্তৃপক্ষ এক ডজনেরও বেশি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। নদী ও জলপথের কাছাকাছি থাকা বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশটির সরকার সোম ও মঙ্গলবার ২দিন দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে।
সূত্র: আল জাজিরা