ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বিশ্বের যে প্রান্তেই হোক না কেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা নবীপ্রেমিক জনতা বরদাশত করতে পারে না। ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশী পাহারায় মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহ’র হৃদয়ে রক্তক্ষরণ করেছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুসলমানরা তাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা না চাইলে বিশ্বব্যাপী নবীপ্রেমিক জনতার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এসময় তিনি ফ্রান্সকে বয়কট এবং ফ্রান্সের পণ্য বর্জন করতে আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশেও বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উগ্রবাদীরা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে কটুক্তি করছে। এসব বন্ধ করতে হবে। তিনি ইসলাম ও মহানবীর এর বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির আইন প্রণয়ণ করে কঠোর শাস্তির দাবি জানান।









