ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের চলমান নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি, ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞে সমর্থনের পাশাপাশি আর্থিক সহযোগিতা দেওয়ায় পশ্চিমা নেতাদেরও ব্যাপক সমালোচনা করেছেন তিনি।
রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লিখেন, গাজ্জার প্রায় ১০ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজারই শিশু। বিষয়টি ভয়ঙ্কর ও অত্যন্ত লজ্জাজনক।
তিনি বলেন, গাজ্জার পরিবার ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে বোমা হামলা চালানো হয়েছে। শরণার্থী শিবিরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অথচ তথাকথিত মুক্ত বিশ্বের নেতারা চলমান এই গণহত্যাকে অর্থায়ন ও সমর্থন দিয়ে যাচ্ছেন।
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি হলো সবচেয়ে ন্যূনতম পদক্ষেপ যা অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। না হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক কর্তৃত্ব বলে কিছু থাকবে না।
এর আগে গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে তোলা প্রস্তাবে ভারত ভোট না দেওয়ায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফিলিস্তিনের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের এমন অবস্থান মূলত বিশ্বশান্তি-বিরোধী। ভারত সরকারের এমন অবস্থানে আমি হতবাক।











