বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অর্থ গাজ্জা গণহত্যায় অংশ নেওয়া: তুরস্ক

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অর্থ হলো গাজ্জা গণহত্যায় সরাসরি অংশ নেওয়া বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে অস্ত্র সহায়তা পাওয়ার কারণেই এই অঞ্চলে সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে ইসরাইল।

রবিবার পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ফিদান বলেন, “অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইসরাইলকে বাধা প্রদান করতে হবে। ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অর্থ গণহত্যায় অংশগ্রহণ করা। এ বিষয়টি আমাদের প্রতিনিয়ত প্রচার করতে হবে।”

তিনি আরো বলেন, গত ১ নভেম্বর, ইসরাইলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বের সকল দেশের কাছে একটি চিঠি প্রেরণ করা হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক পর্যায়ে হুমকির প্রধান উৎস হয়ে উঠেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উগ্রবাদের ধারক ও বাহক এই প্রধানমন্ত্রী দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সকল নীতি মুছে ফেলতে চান। এছাড়াও বিশেষ করে লেবাননসহ অন্যান্য অঞ্চলেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img