ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরে ১০০ এর অধিক রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ।
রোববার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ১০৫টি রকেট ছোঁড়া হয়েছে। তবে হিজবুল্লাহর এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, হিজবুল্লাহর এসব হামলা থেকে ইসরাইল এবং এর জনগণকে রক্ষা করতে সেনাবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সূত্র: তাস











