রোহিঙ্গা নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির তৃতীয় সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি-১ শাখা থেকে জারি হওয়া এক সভা নোটিশে এ তথ্য জানানো হয়৷
এতে বলা হয়, আগামী ১২ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে (ভবন-৮, কক্ষ নম্বর ২৮, বাংলাদেশ সচিবালয়) এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় কমিটির সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া এই সভার নোটিশে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান।









