বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য নিয়ে চলমান সমস্যার সমাধান হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য নিয়ে চলমান সমস্যার পুরোপুরি সমাধান হবে।

শনিবার (৫ ডিসেম্বর) জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ, জামালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে যা যা করা দরকার ধর্ম মন্ত্রণালয় থেকে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসনে আরা এমপি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img