শুক্রবার, জুন ২০, ২০২৫

ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে তুরস্ক

spot_imgspot_img

পূর্ব জেরুসালেম সহ দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

গত শনিবার (৩ ডিসেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি ও প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে আরো বলা হয়, “যেসব ফিলিস্তিনি ভাই ও বোনেরা এসব ঘটনায় প্রাণ হারিয়েছে আমরা তাদের প্রতি আল্লাহর রহমত কামনা করছি ও ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি”

বিবৃতিটি এমন একটি সময় এসেছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সৈনিক এক ফিলিস্তিনি ব্যক্তিকে হাতাহাতির সময় ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে।

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন বলে, ইসরায়েলি বাহিনী গত তিন দিনে ১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে “যা ধারণা করা হচ্ছে প্রাণঘাতী শক্তির অত্যধিক ব্যবহার।”

পরিসংখ্যান বলছে চলতি বছরে ১৪০ জন ফিলিস্তিনি কে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সুত্র: ডেইলি সাবাহ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img