মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আফগানিস্তান উন্মুক্ত : সুহাইল শাহীন

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কাতারের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সুহাইল শাহীন ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানের অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গত রবিবার (৪ ডিসেম্বর) কাতারে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানে বিনিয়োগকারীদের মধ্যে ভারত অন্যতম। মধ্য এশিয়া থেকে আফগানিস্তানে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অংশগ্রহণ,হাসপাতাল নির্মাণ, হেরাতে সালমা বাঁধ ও শিল্প পার্ক নির্মাণের মত কয়েকটি বড় প্রকল্পে ভারত কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল।

সাক্ষাৎকারে তিনি ভারতীয় সংস্থাগুলিকে কাজের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশের আশ্বাস দিয়ে বলেন, “ভারতীয়দের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের ও আমরা তা নিশ্চিত করব।”

উল্লেখ্য, গত দুই দশকে ভারতীয় সরকারী ও বেসরকারী সংস্থাগুলি আফগানিস্তানের অবকাঠামো খাতে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি ও দি হিন্দু

সর্বশেষ

spot_img
spot_img
spot_img