বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় তিনটি বিমান হামলায় ছয় শিশু ও এক চিকিৎসকসহ ১১ জন শহীদ

গাজ্জা শহরের তিনটি বাড়িতে ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন শহীদ হয়েছেন বলে ভূখণ্ডটির সিভিল ডিফেন্স জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধার অভিযান চলছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজ্জায় তিনটি বিমান হামলায় ছয় শিশু ও এক চিকিৎসকসহ ১১ জন শহীদ হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন একটি বেকারির বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে তারা বলেছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় এ পর্যন্ত এক লাখ ৫ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ