সুন্নি মুসলিমদের আক্রমণের মুখে সিরিয়ার সৈন্যদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
বুধবার (৪ ডিসেম্বর) এই ডিক্রি জারি করে সিরিয়ার প্রেসিডেন্ট। একই দিন থেকেই বরাদ্দকৃত বেতনের সাথে আরো ৫০ শতাংশ অর্থ যোগ করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির বিষয়টি ঠিক এমন সময় এসেছে, যখন সিরিয়ার সৈন্যরা দেশের বিভিন্ন স্থানে সুন্নি মুসলিমদের বিরুদ্ধে বড় বড় যুদ্ধের সম্মুখীন হচ্ছে। যার মধ্যে হামা, আলেপ্পো ও ইদলিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর রয়েছে।
বার্তা সংস্থা সানা জানায়, “শুধুমাত্র নিয়মিত সৈন্যদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে বাদ পড়েছে সংরক্ষিত ও ভেটেরান সৈনিকেরা।”
সূত্র: ফাস্টপোস্ট









