বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রাইভেট মাদরাসা সমূহের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন (বিএমএ)-এর আয়োজনে ইসলামী শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুফতী নাসিরুদ্দীন কাসেমীর সভাপতিত্ব ও মাঈনুদ্দীন ওয়াদুদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ,ভারত)-এর মুহতামিম আল্লামা সুফিয়ান কাসেমী এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মুফতী আবদুল কাইয়ুম সোবহানী।

প্রধান অতিথি তার বক্তব্যে সুফিয়ান কাসেমী বলেন, ইলম নয় আমলই মুল। আমাদেরকে আমলে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হুফফাজ মিরপুর-জোন (পূর্ব)-এর সভাপতি মুফতী সানাউল্লাহ, বিএমএ-এর নবনির্বাচিত সভাপতি মুফতী আবদুল হামিদ গাওহারী, যুগান্তরের সাব-এডিটর মুফতী তানজিল আমির, বিএমএ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা খালেকুজ্জামান তারা, নবনির্বাচিত সদস্য মাওলানা আহসান হাবিব, মাওলানা মুয়াজ্জম হোসাইন, মাওলানা আবুবকর বিন রাশেদ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাহমানী, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img