বুধবার | ৭ জানুয়ারি | ২০২৬
spot_img

ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ফিলিস্তিনি দূতাবাস

ব্রিটেনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর লন্ডনে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এই দূতাবাসের উদ্বোধন সম্পন্ন হয়, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পশ্চিম লন্ডনের ফিলিস্তিন মিশনের সামনে বক্তব্যে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, “আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ।”

জোমলত বলেন, এটি শুধু নামের পরিবর্তন নয়, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দিক পরিবর্তন।

তিনি আরও বলেন, নতুন বছর আমরা কী অসাধারণভাবে শুরু করছি, এটি ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন, এমন একটি দিন যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য।

ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়ার পর এই মিশনটি দূতাবাসে উন্নীত করা হয়। একই সময়ে অস্ট্রেলিয়া ও কানাডাসহ কিছু দেশও সমান পদক্ষেপ গ্রহণ করে, যা গাজ্জায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে সম্পন্ন হয়।

যদিও ব্রিটেন ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের দূতাবাস খোলার পরিকল্পনা করছে কি না, তাৎক্ষণিকভাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য দেয়নি। অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন এই ঘটনাকে আশার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ