আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, কেন্দ্র দখল করতে এলে তা প্রতিহত করতে হবে। এবার ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য ভোট দিতে হবে। সিয়ামরা যে কারণে রক্ত দিয়েছে, সেই কারণেই এবার ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে দুটি ব্যালট থাকবে, একটি ভোটের, অন্যটি গণভোটের।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে টাকার কাছে ভোট বিক্রি না করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো প্রার্থী টাকা নিয়ে এলে তাদের প্রত্যাখ্যান করতে হবে।
তিনি বলেন, “একজন নেতাকে যদি একদিন ভোটারদের পেছনে টাকা নিয়ে ঘুরতে হয়, তাহলে পাঁচ বছর ভোটারদের নেতার পেছনে টাকা নিয়ে ঘুরতে হয়। এবার আপনারা টাকার কাছে বিক্রি হবেন না।”
এসময় দুর্নীতি, টেন্ডারবাজি ও মামলাবাজদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বানও জানান এনসিপির এই নেতা।











