বৃহস্পতিবার | ৮ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ইসরাইলের কাথিত বিশেষ অভিযানে সম্মতি আমেরিকার

যুদ্ধবিরতিকে পুরোপুরি লঙ্ঘন করে গাজ্জায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক বিশেষ গণহত্যা অভিযান শুরুর ব্যাপারে আমেরিকার সম্মতির কথা উঠে এসেছে ইসরাইলি গণমাধ্যমে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলী গণমাধ্যমে গাজ্জায় ইসরাইলের বিশেষ অভিযানে আমেরিকার সম্মতির কথা উঠে এসেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, ইসরাইলকে গাজ্জায় বিশেষ গণহত্যা অভিযান শুরুর অনুমতি দিয়েছে আমেরিকা।

অবৈধ রাষ্ট্রটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা কা’ন সোমবার গভীর রাতে জানায়, ৪ ঘণ্টারও বেশি সময় ধরে একটি নিরাপত্তা বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এতে গাজ্জা, লেবানন, সিরিয়া ও ইরান এই ৪টি ফ্রন্টের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়।

এছাড়া ইসরাইলি চ্যানেল, চ্যানেল-১৪ এর বরাতে বলা হয়, আগামী বৃহস্পতিবার গাজ্জা, লেবানন ও ইরান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনায় বসবে ইসরাইলি মন্ত্রিসভা।

৪ ঘন্টার নিরাপত্তা বৈঠক শেষে অবৈধ রাষ্ট্রটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে, হামাস অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজ্জা উপত্যকার পুনর্গঠন শুরু হবে না।

ওই কর্মকর্তা আরো বলেন, অস্ত্রসমর্পণ ছাড়া চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রসর হবে না ইসরাইল এবং গাজ্জায় তুর্কি বাহিনীকেও প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এই প্রতিবেদনগুলো এমন এক সময়ে এসেছে, যখন গাজ্জায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক ও রাজনৈতিক বিকল্প নিয়ে ইসরাইলে বিভিন্ন পক্ষের মাঝে আলোচনা অব্যাহত রয়েছে এবং একে ঘিরে আশপাশের বিভিন্ন ফ্রন্টে আঞ্চলিক উত্তেজনাও ক্রমেই বেড়ে চলেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ