৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প তুরস্কের দক্ষিণে অবস্থিত কাহরামানমারাসে প্রদেশ আঘাত হেনেছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিটে এ ঘটনাটি ঘটে। এ ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত হয়েছে ও ৩৪টি ভবন ধ্বংস হয়েছে।
সানলিউরফা প্রদেশের গভর্নর সালিহ আয়হান জানিয়েছেন, তার প্রদেশেই কমপক্ষে ১২ জন মারা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ধসে পড়া কয়েক ডজন বিল্ডিং থেকে আতঙ্কিত বাসিন্দারা অন্ধকার রাস্তায় বেরিয়ে এসেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া প্রদেশে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাদেশিক গভর্নর ও অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের কাজ শুরু করেছে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব আমরা দুর্যোগ কাটিয়ে উঠব।”
উল্লেখ্য, তুরস্কের পাশাপাশি সিরিয়া ও লেবানন সহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও সিএনএন











