বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প; ২৮৪ মৃতদেহ উদ্ধার

স্থানীয় সময় সোমবার ভোরবেলায় ভয়াবহ মাত্রার জোড়া ভূমিকম্পের পর এ পর্যন্ত তুরস্কের বিভিন্ন শহর থেকে এখন পর্যন্ত ২৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও প্রায় ২ হাজার মানুষকে।

তবে দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কারণ, ভূমিকম্পের ফলে বিভিন্ন শহরে বহুসংখ্যক ভবন ধসে পড়েছে। সেসব ভবনের ধ্বংস্তুপে এখনও আটকা পড়ে আছেন শত শত মানুষ।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪ টা ১৭ মিনিটে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া।

আমেরিকার ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় খারমানমারাস প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্প ২টির উৎপত্তিস্থল। তুরস্ক-সিরিয়ার পাশাপাশি লেবানন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

গাজিয়াপনতেপ শহরটি তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী শহর। সীমান্তের অপর দিকেই সিরিয়ার আলেপ্পো প্রদেশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ