ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে, বরিশালের জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কালীবাড়ি রোডের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর ছাত্র-জনতা বরিশালের জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসেন। রাত ২টার দিকে তারা বুলডোজার দিয়ে ভবনটি ভাঙতে শুরু করেন। এর আগে, দেড়টার দিকে বুলডোজার ও মিছিলসহকারে তারা ভবনের সামনে অবস্থান নেন। শিক্ষার্থী আকিব এবং স্থানীয় জনতা তাদের বক্তব্যে দাবি করেন, তারা ফ্যাসিবাদের স্থান মুছে দিতে চান এবং আওয়ামী লীগের প্রাসাদগুলো ভেঙে ফেলতে চান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙার সময় সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও, আমির হোসেন আমুর বাসভবন ভাঙার সময় তেমন কোনো বাধা প্রতিরোধ দেখা যায়নি।
আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও তিনি বরিশালের ওই ভবনে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।