আমেরিকার পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে একথা জানান দেশটির রাষ্ট্রপতি মুখপাত্র ম্যানুয়েল অ্যাডোর্নি।
তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে, বিশেষত কোভিড-১৯ এর সময়কার স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে উল্লেখযোগ্য পরিমাণে মতবিরোধ থাকায় WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি আর্জেন্টিনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এর আগে প্রেসিডেন্ট মাইলি কোভিড-১৯ মহামারী চলাকালীন WHO এর দীর্ঘায়িত পদক্ষেপগুলোকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। আর্জেন্টিনা নিজেদের এধরণের কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে চায় না বলে জানিয়েছিলেন।
এছাড়া ২য় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২১ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছিলেন। যার মধ্যদিয়ে আমেরিকা WHO থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
এর পূর্বে বাইডেন সরকারের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর অভিযোগ আনা হয়েছিলো যে, চীন জাতিসংঘের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর নিজেদের প্রভাব বিস্তার করেছে।
সূত্র: আনাদোলু











