বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

৬০ আফগান অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক

আফগানিস্তানের অন্তত ৬০ জন অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। যার মধ্যে ২০ জন শিশু রয়েছে।

রবিবার (৫ মার্চ) তুর্কি পুলিশ এ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, এসব অভিবাসীরা তুরস্ক ও গ্রিসের সীমান্তবর্তী সমুদ্রে একটি নৌকায় গত ২ দিন ধরে আটকা পড়েছিল।

একজন অভিবাসী জানান, তুরস্ক ও গ্রীস উভয়েই তাদের সীমানায় প্রবেশ করতে দিতে রাজি হয়নি। আমরা ৮-৯ ঘন্টা ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি। মহিলা ও শিশুরা কাঁদছিল। তুরস্ক আমাদের গ্রীসের দিকে যেতে বলছিল। কিন্তু গ্রীস আমাদের গ্রহণ করতে ইচ্ছুক ছিল না।

গত সপ্তাহে দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে একটি অভিবাসী জাহাজডুবির ঘটনা ঘটে। এ জাহাজটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইরানের অভিবাসীসহ মোট ২০০ জনেরও বেশি মানুষ ছিল। যার মধ্যে থেকে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আফগান নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনরায় আফগান নাগরিকদের অবৈধ অভিবাসনের মাধ্যমে বিদেশে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ