বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আল আকসায় ইসরাইলী হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক

আকসা প্রাঙ্গণে সহিংস তাণ্ডব ও সুপ্রাচীন মসজিদুল আকসার সর্বজনবিদিত পবিত্রতা লঙ্ঘন করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

বুধবার (৫ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আকসা প্রাঙ্গণে ইহুদিবাদী দখলদার বাহিনী কর্তৃক আকসা প্রাঙ্গণে সহিংস তাণ্ডব ও সর্বজনবিদিত পবিত্র স্থান প্রাচীন আকসা বা মসজিদুল কিবলার পবিত্রতা ও ঐতিহাসিক মর্যাদা লঙ্ঘন করে মসজিদে আশ্রয়গ্রহণকারী মুসল্লীদের গ্রেফতারের ঘটনায় আমরা ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের তীব্র নিন্দা জানাচ্ছি।

পবিত্র রমজানুল মুবারকে পবিত্র আকসায় ইহুদিবাদী ইসরাইলের বারংবার সহিংস তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পবিত্র আকসা ও গাজা উপত্যকায় ছড়িয়ে পড়া উত্তেজনা ও সহিংসতা নিয়েও আমরা উদ্বিগ্ন।

আমরা ইসরাইলকে দ্রুত সহিংসতা ও উসকানি বন্ধ এবং উত্তেজনা নিরসনের আহবান জানাচ্ছি।

বুধবার (৫ এপ্রিল) ভোর রাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আকসা প্রাঙ্গণে হঠাৎ সহিংস তাণ্ডব চালানো শুরু করে। তাণ্ডব থেকে বাঁচতে আকসায় অবস্থানকারী মুসল্লীরা সর্বজনবিদিত পবিত্র স্থান প্রাচীন আকসা বা মসজিদুল কিবলায় আশ্রয় গ্রহণ করে। কিন্তু প্রাচীন আকসা মসজিদের ভিতরে অভিযান পরিচালনা না করার যে ঐতিহাসিক রীতি রয়েছে, তারা তা লঙ্ঘন করে মসজিদে ঢুকে যায়। প্রাচীন আকসার পবিত্রতা ও ঐতিহাসিক মর্যাদাকে ভূলন্ঠিত করে প্রায় ৪০০ মুসল্লীকে গ্রেফতার করে নিয়ে যায় এই সন্ত্রাসী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা।

এছাড়া আকসা প্রাঙ্গণের ইহুদিবাদী সন্ত্রাসীদের তাণ্ডবে বহুসংখ্যক ফিলিস্তিনি মুসল্লীর হতাহতের ঘটনাও ঘটে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ