আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ব্যাপারে কঠোর হতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র ইবরাহিম কলিন।
বুধবার( ৫ এপ্রিল) আকসা প্রাঙ্গণে সহিংস তাণ্ডব ও মসজিদে আকসার ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতা লঙ্ঘন করে গ্রেফতার অভিযান পরিচালনার পরিপ্রেক্ষিতে এই আহবান জানানো হয়।
প্রেসিডেন্ট মুখপাত্র ইবরাহিম কলিন পবিত্র রমজানে পবিত্র স্থানে ফিলিস্তিনি মুসল্লীদের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের সহিংস তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে চাপ সৃষ্টির আহবান জানিয়ে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের বিচার বিভাগীয় সংশোধনের প্রস্তাবে সপ্তাহব্যাপী অস্থিরতার কথা উল্লেখ করে কালিন বলেন, নিজেদের অভ্যন্তরীণ দুর্দশা আড়াল করতেই ইহুদিবাদীরা আকসা প্রাঙ্গণে হামলা চালাচ্ছে এবং মর্যাদা ও পবিত্রতা লঙ্ঘন করে মসজিদে আকসায় ঢুকে নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের উপর গ্রেফতার অভিযান পরিচালনা করছে।
এরদোগানের প্রেসিডেন্ট মুখপাত্র বলেন, পবিত্র কুদস ও মসজিদে আকসার সর্বজনবিদিত ধর্মীয় এবং ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো ধরণের অপচেষ্টার বিরোধিতা করবে তুরস্ক।
সুইডেনের ন্যাটোতে যোগদান ইস্যুতে তিনি বলেন, জোটের সদস্য হওয়ার জন্য নর্ডিক দেশটিকে প্রথমে আঙ্কারার দাবী ও আঙ্কারাকে দেওয়া তার অঙ্গীকার পূরণ করে দেখাতে হবে। তারা এখনো আমাদের দাবী পূরণ করেনি। জোটের সদস্য হতে সুইডেনকেই সিদ্ধান্ত নিতে হবে। সুইডেনের সিদ্ধান্ত ও পদক্ষেপ অনুযায়ী জোটে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রক্রিয়া অগ্রসর হবে।
আমেরিকার সাথে তুরস্কের সম্পর্ক এবং আঙ্কারার কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি না করার বিষয়ে কালিন বলেন, যারা আমাদের কাছে চুক্তি মোতাবেক এফ-১৬ বিক্রি করতে অস্বীকার করছে তাদের বলে দিতে চাই, আমাদের এফ-১৬ এর বিকল্প আছে। আমাদের ‘কিজিল এলমা’ আছে।
এসময় মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব এরদোগানের মুখপাত্র আমেরিকাকে এক প্রকার সতর্ক বার্তা দেন। তিনি বলেন, চুক্তি মোতাবেক এফ-১৬ বিক্রি না করলে তাদের আফসোস করতে হবে।
সূত্র: আনাদোলু











